টিকা গ্রহণের পর ১৮ শিক্ষার্থী হাসপাতালে

অসুস্থ শিক্ষার্থীরা বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি
অসুস্থ শিক্ষার্থীরা বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি  © সংগৃহীত

করোনাভাইরাসের টিকা গ্রহণের পর ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থ শিক্ষার্থীদের সবার বাড়ি বরগুনা পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

পাথরঘাটার লেমুয়া ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. জিয়াউল হাসান জিয়া জানান, নির্ধারিত তারিখ অনুযায়ী উপজেলার ৫টি কলেজের শিক্ষার্থীদের বরগুনা সদর উপজেলার টিকাদান কেন্দ্রে টিকা দিতে নিয়ে আসা হয়। এরপর ফাইজারের টিকাদান শেষে ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

সরকারি হাজী জালাল উদ্দিন মহিলা কলেজের প্রভাষক মো. সাদিকুল ইসলাম বলেন, আমার কলেজের ১৩৫ এইচএসসি পরীক্ষার্থী নিয়ে বেলা ১১টায় বরগুনা জেলাস্কুলে টিকা দিতে আসি। টিকা গ্রহণের ২০ মিনিট পরই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান জানান, অসুস্থ শিক্ষার্থীদের সবাই সুস্থ আছেন। শিক্ষার্থীদের অসুস্থতার সঙ্গে টিকা গ্রহণের সম্পর্ক নেই। শিক্ষার্থীদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল বরগুনায় আসবে।


সর্বশেষ সংবাদ