মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

  © সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে মোটরসাইকেল দুর্ঘটনায় আল আমিন (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ভৈরব- কুলিয়ারচর সড়কের জিল্লুর রহমান সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত শিক্ষার্থী শিমুলকান্দি ইউনিয়নের গুছামারা গ্রামের চুন্নু মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার ছুটির দিনে সকালে দুই বন্ধুর সঙ্গে ভৈরব-কুলিয়ারচরে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সেতুতে মটরসাইকেলে ঘুরতে যায় শিক্ষার্থী আল আমিন। তখন দুই বন্ধুসহ মোটরসাইকেল করে সেতুটি পার হওয়ার সময় হঠাৎ চাকা স্লিপ খেয়ে মটরসাইকেলটি পড়ে গিয়ে ঘটনাস্থলেই আল আমিন মারা যায়।

এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছে। তাদের স্থানীয়রা উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে তিনি জানান।

 


সর্বশেষ সংবাদ