পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত নটরডেম ছাত্র নাঈম

২৫ নভেম্বর ২০২১, ০৩:৩৬ PM
নাঈম হাসানের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হলে তার স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে

নাঈম হাসানের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হলে তার স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে © সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে পারিবারিক কবরস্থানে তার দাফন সৃম্পন্ন হয়।

এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শমেসপুর গ্রামে তার নানার বাড়িতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ৯টা ৪০ মিনিটে পৌর শহরের কাজিরখিল তার দাদার বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

নাঈম হাসানের মৃত্যুতে তার স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তারা ঘাতক চালকের সর্বোচ্চ শান্তি দাবি করেছেন। নিহত নাইম হাসানের জানাজায় স্থানীয় রাজনৈতিক,পেশাজীবী, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

গতকাল বুধবার (২৪ নভেম্বর) বেলা ১২টার দিকে কলেজ থেকে ফেরার পথে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ শিক্ষার্থী নাঈম হাসান নিহত হয়। রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় সে ছাত্র মারা যায়। এরপরই বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে বিভিন্ন জায়গা বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

তারেক রহমানের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্রদল নেতাকে শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
৩৫ লাখের মধ্যে ১৭ লাখ শিশুর জন্মই অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
অধিভুক্ত কলেজগুলোতে কম্পিউটার সায়েন্স কোর্সে খণ্ডকালীন শিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ও মুক্তিযুদ্ধের দল মিলে স্বাধীনতা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ছাত্রদল
  • ২৯ জানুয়ারি ২০২৬