‘হাফ ভাড়া’ নিশ্চিতের দাবীতে শাহবাগে শিক্ষার্থীদের সমাবেশ 

১০ নভেম্বর ২০২১, ০৬:৫৪ PM
শাহবাগে শিক্ষার্থীদের সমাবেশ

শাহবাগে শিক্ষার্থীদের সমাবেশ © ফাইল ফটো

বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ও শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতের দাবীতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ নভেম্বর)  দুপুর ১২ টায় এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইডেন কলেজ শিক্ষার্থী শাহিনুর সুমীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা কলেজের মাহমুদুল হাসান, সিটি কলেজের মালিহা মীম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল এণ্ড কলেজের অনিক।

বক্তারা বলেন, সরকার এমনিতেই সম্পূর্ণ অযৌক্তিকভাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে। এই বাহানা তুলে এখন আবার বাস মালিকদের চাপে গণপরিবহনের ভাড়াও বাড়িয়েছে। ঢাকার একটি বড় অংশ শিক্ষার্থীদের নিজস্ব পরিবহন না থাকায় এসব গণপরিবহনে তাদের যাতায়াত করতে হয়।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিজস্ব কোনো আয়ের উৎস না থাকায় দীর্ঘ দিনের দাবি ছিল তাদের ‘হাফ পাশ’নেয়া। সরকার এ দাবি কখনোই গুরুত্ব দিয়ে দেখেনি, বরং গণপরিবহনগুলোতে বড় করে লেখা থাকে ‘হাফ পাশ নাই’— যা শিক্ষার্থীদের গণপরিবহনে যাতায়াতে বিড়ম্বনায় ফেলে এবং প্রায়ই পরিবহন স্টাফদের সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়- এটি কখনোই কাম্য নয়।

তারা আরও বলেন, ‘অবিলম্বে অতিরিক্ত বাস ভাড়া প্রত্যাহার ও শিক্ষার্থীদের ‘হাফ পাশ’ নিশ্চিত করতে হবে।’

এছাড়া দাবি আদায় না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারী দেন তারা। 

নভেম্বরে মাসসেরা কোচ হয়েও জানুয়ারিতে চাকরি হারালেন চেলসি …
  • ০২ জানুয়ারি ২০২৬
জুমার নামাজে খুতবা চলাকালীন চুপ থাকা ও কথা বলার বিধান
  • ০২ জানুয়ারি ২০২৬
আজ শেষ হচ্ছে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক, জুমার নামাজের প…
  • ০২ জানুয়ারি ২০২৬
আপনার এনআইডি দিয়ে কয়টি মোবাইল নিবন্ধিত, জানবেন যেভাবে
  • ০২ জানুয়ারি ২০২৬
খালেদা-হাসিনার প্রতিদ্বন্দ্বিতার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি
  • ০২ জানুয়ারি ২০২৬
মেসিকে বিশ্বকাপ খেলার আহ্বান স্পেন কোচ দে লা ফুয়েন্তের
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!