চলছে বাস ভাড়া পুনর্নির্ধারণের বৈঠক, বিকালে লঞ্চ

০৭ নভেম্বর ২০২১, ১২:৩১ PM
চলছে বাস ভাড়া পুনর্নির্ধারণের বৈঠক

চলছে বাস ভাড়া পুনর্নির্ধারণের বৈঠক © সংগৃহীত

সারাদেশে ১৫ শতাংশ তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলছে পরিবহন ও লঞ্চ ধর্মঘট। বাস মালিকদের দাবি ভাড়া বৃদ্ধি করতে হবে। তার প্রেক্ষিতে বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ।

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে বনানীর বিআরটিএ ভবন এ বৈঠক শুরু হয়েছে। আর বিকালে অনুষ্ঠিত হবে লঞ্চ মালিক সমিতির সাথে বৈঠক।

বিআরটিএ সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পরিবহন মালিক সমিতির নেতাদের ভাড়া বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। তেলের দাম বাড়ায় ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

বিআরটিএ'র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে ভাড়া পুনর্নির্ধারণের বৈঠকে আরও উপস্থিত আছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ। বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলমসহ ক্যাবের প্রতিনিধিসহ আরও অনেকেই উপস্থিত আছেন।

এরপর বিকেলে বসবে লঞ্চের মালিক সমিতির সাথে বৈঠকে। সেখানেও নির্ধারন হবে নতুন ভাড়া কাঠাম।

শনিবার সকালের পর সদরঘাট থেকে ৩০টি লঞ্চ ছেড়ে গিয়েছিল বিভিন্ন গন্তব্যে। কিন্তু বিকাল সাড়ে ৩টার দিকে পন্টুন থেকে লঞ্চগুলো সরিয়ে নেওয়া শুরু হয়।

এতে অনেকটা পথ পেরিয়ে যারা ঘাটে এসেছিলেন তারা বিপদে পড়ে যান।

৫০তম বিসিএসের ২০০ প্রশ্নে ১৭৭ বানান ভুল
  • ৩১ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি আবেদনের শেষ সুযোগ আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরার তিন আসনে শক্ত অবস্থানে জামায়াত, একটিতে হাড্ডাহাড…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই চাকরি আকিজ গ্রুপে, পদ ১৫, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬