গোসলে দেরি হওয়ায় ছয় শিক্ষার্থীকে পেটালেন সুপার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ছবি

গোসেল করতে দেরি হওয়ায় ৬ শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। এই ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীরা ওই মাদ্রাসায় আর পড়তে চান না বলে জানা গেছে।

বৃহস্পতিবার সাতক্ষীরা শহরের লস্করপাড়া পদ্মাপুকুর মাদ্রাসায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের নাম আবু বকর সিদ্দীক। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গোসল করতে যান ওই ৬ শিক্ষার্থী। গোসল করে ফিরতে তাদের পাঁচ মিনিট দেরি হয়। এতে ক্ষিপ্ত হয়ে মাদ্রাসা সুপার আবু বকর সিদ্দীক তাদের মারধর করেন। পিটুনি খাওয়ার পর শিশুগুলো তাদের পরিবারের কাছে খবর পাঠায়।

এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসা সুপারের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।


সর্বশেষ সংবাদ