জনগণের সহায়তায় সহিংসতা প্রতিরোধ করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল  © ফাইল ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে সম্প্রতি যে সহিংস কর্মকান্ড করার অপচেষ্টা হচ্ছিলো, জনগণের সহায়তায় আমরা তা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। এঘটনার রহস্যও উদঘাটন করতে পেরেছি।’

শনিবার (৩০ অক্টোবর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ‘কমিউনিটি পুলিশিং  ডে-২০২১’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি,‘সম্প্রতি দেখেছি, আমাদের জনগণ ও পুলিশ এক হয়ে সহিংসতা প্রতিরোধ করেছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দেশ যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, নিরাপত্তার দায়িত্বে পুলিশ ছিল বলে আমরা সেই জায়গায় যেতে পেরেছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা কমিউনিটিকে সজাগ রাখুন। কেউ অপরাধ করার আগেই তাকে বলুন, অপরাধ করলেই জেলে যেতে হবে। অপরাধ করলে তাকে কিন্তু চিহ্নিত করা হবে।

 অনুষ্ঠানের বিশেষ অতিথি ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ ড. বেনজীর আহমেদ বলেন, ‘কমিউনিটি পুলিশিং বাংলাদেশে নতুন ধারণা হলেও এশিয়ার অনেক দেশে এটা একটি পুরাতন ধারণা। সিঙ্গাপুরেও এ পদ্ধতি  বেশ প্রচলিত। আমেরিকায় যখন সাদা আর কালো দাঙ্গা বাঁধতো তখনও তারা কমিউনিটি পুলিশিং পদ্ধতি শুরু করে সাফল্য পায়।’

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলাম বলেন, ‘জনগণ ও পুলিশ একসাথে কাজ করে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুস্থ সমাজ আমরা গড়তে পারি।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence