চাকরির পরীক্ষা দিতে এসে লাশ হয়ে ফিরতে হলো সামিউলকে

৩০ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৭ PM
সামিউল ইসলাম

সামিউল ইসলাম © সংগহীত

চাকরির পরীক্ষা দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় এই ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম সামিউল ইসলাম (২২)।  তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দের পাড়া গ্রামের আইনাল হকের ছেলে।

জানা যায়, ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষা দিতে বুধবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বের হন তিনি। বুধবার বিকালে ময়মনসিংহ শহরে বাইক থামিয়ে প্রযোজনীয় কিছু কাজ শেষ করে ফের ঢাকার উদ্দেশে রওনা দেন সামিউল। পথিমধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সামিউল গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাবী শামছুন্নাহার কালের কণ্ঠকে বলেন, চাকরির পরীক্ষা দেওয়ার জন্য মোটরসাইকেলযোগে ঢাকা যাওয়ার পথে বুধবার বিকাল ৪টার দিকে সড়ক দুর্ঘটনা সামিউল আহত হয়। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ড, মাসিক ভাতা-আবাসনসহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবির শহীদ ওসমান হাদির নিজ বিভাগের স্মরণসভা থেকে দ্রুত বিচা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
দাখিল পরীক্ষা শুরু ২১ এপ্রিল, রুটিন দেখুন এখানে
  • ২৬ জানুয়ারি ২০২৬
২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান
  • ২৬ জানুয়ারি ২০২৬
ফেসবুকের ৭ পেজের বিরুদ্ধে ঢাবি ছাত্রদল নেত্রীর মামলা
  • ২৬ জানুয়ারি ২০২৬
ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সের বিজয় মিছিল, উচ্ছ্বাসে মাতল…
  • ২৬ জানুয়ারি ২০২৬