পরীক্ষার সুযোগ না পেলে মঙ্গলবারের পর আত্মহত্যার হুমকি

১৮ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৫ PM
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ভর্তিচ্ছুরা

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ভর্তিচ্ছুরা © টিডিসি ফটো

ভর্তি পরীক্ষায় বসার সুযোগ না পেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন গুচ্ছের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। আগামী মঙ্গলবারের (২১ সেপ্টেম্বর) মধ্যে তাদের দাবি মেনে না নেওয়া হলে বুধবার বিশ্ববিদ্যারয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সামনে আত্মহত্যা করবেন বলে জানান ভর্তিচ্ছুরা।

শনিবার (১৮ সেপ্টেম্বর) ইউজিসির সামনে ‘গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি বাতিল, আসন সংখ্যা বৃদ্ধি ও বাদপড়া শিক্ষার্থীদের অংশগ্রহণ’র দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

সারাদেশের উৎকণ্ঠিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অটোপাস দেওয়া হয়েছে। এতে বিগত বছরের তুলনায় বিজ্ঞান বিভাগ থেকে তিনগুনের বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ সংখ্যা বেশি হওয়ায় তুলনামূলকভাবে যাদের ফল খারাপ তারা গুচ্ছতে প্রাথমিক আবেদনের সুযোগ পেলেও চূড়ান্ত আবেদন করতে পারেনি।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলেন, ২০ বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছ ভর্তি পরীক্ষা হলেও পরীক্ষা কেন্দ্র করা হয়েছে ১৯ বিশ্ববিদ্যালয়ে। নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র করা হয়নি। এখানে কেন্দ্র হলে আরও অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেত। এছাড়া গুচ্ছের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যদি ৫০০ করেও পরীক্ষার আসন বাড়ানো হয় তাহলেও সবাই পরীক্ষায় বসার সুযোগ পাবে। অথচ গুচ্ছ কমিটি সিলেকশনের নামে আমাদের ভর্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করছে। আমরা মেধা যাচাইয়ের সুযোগ চাই। অনেকেই এইচএসসি পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিয়েছিলাম। এইচএসসি পরীক্ষা হলে আমাদের রেজাল্ট অনেক ভালো হতো। আমরা সবাই অটোপাসের বলি।

শিক্ষার্থীদের দাবি, আসন সংখ্যা বৃদ্ধি করে অথবা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র করে আমাদের পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হোক। শিক্ষামন্ত্রী বলেছিলেন, অটোপাসের কারণে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না। আমরা শিক্ষামন্ত্রীর সেই ঘোষণার বাস্তবায়ন চাই। আমরা গুচ্ছ কমিটিকে আগামী মঙ্গলবার পর্যন্ত আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে আমাদের দাবি মেনে না নিলে আগামী বুধবার ইউজিসির সামনে আত্মহত্যা করবেন বলেও জানান শিক্ষার্থীরা।

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬