সেই লিমনের বিয়ে আজ

বিয়ের পিঁড়িতে বসছেন লিমন
বিয়ের পিঁড়িতে বসছেন লিমন  © সংগৃহীত

দশ বছর আগে র‍্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির সেই কলেজছাত্র লিমন হোসেন এবার বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে যশোরে কনের বাড়িতে হবে বিয়ের অনুষ্ঠান। এর আগে গতকাল বৃহস্পতিবার নিজ বাড়িতে তার গায়েহলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ঝালকাঠির রাজাপুর থানার সাতুরিয়া গ্রামের ছেলে লিমন বলেন, বাবা-মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করে জীবনে আরেক অধ্যায় শুরু করতে যাচ্ছি।

হবু স্ত্রী রাবেয়া বলেন, সে (লিমন) নিজের সঙ্গে যুদ্ধ করে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন, দাম্পত্য জীবনেও তিনি দায়িত্বশীল হবেন এটা বুঝেই আমি এ বিয়েতে রাজি হয়েছি।

২০১১ সালের ২৩ মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে লিমনের পায়ে গুলি করেন র‍্যাব সদস্যরা। ১৬ বছর বয়সের লিমন সেসময় এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর লিমনসহ ৮ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও অস্ত্র রাখার অভিযোগে দুটি মামলা করে র‌্যাব। হাসপাতালে চিকিৎসাধীন লিমনের গুলিবিদ্ধ পা কেটে ফেলতে হয় ঘটনার তিন দিন পর।

মামলা চলার সময় ঝালকাঠির কারা হাসপাতালে থেকে পড়াশোনা চালিয়ে যান লিমন। জামিনে মুক্ত হয়ে ২০১৩ সালে পিরোজপুরের কাউখালী উপজেলার কাঠালিয়া পিজিএস বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। পরের বছর মামলা দুটি থেকে লিমনকে বাদ দেয়া হয়।

এরপর সাভার গণ বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালে এলএলবি এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করে ২০২০ সালে লিমন গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষা সহকারী পদে যোগ দেন।

বর্তমানে লিমন সাভার গণবিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রভাষক ও শিক্ষানবিশ আইনজীবী।

ছেলে প্রতিষ্ঠিত হওয়ায় গর্বিত লিমনের মা-বাবা।

লিমনের মা হেনোয়ারা বেগম বলেন, গত ১০ বছরে যত কষ্ট হরছি, পোলাডার বিয়া দিতে পাইরা তা সব শেষ হইয়া গেছে। আমার পোলা ও তার বৌয়ের জন্য সবাই দোয়া হইরেন।

বাবা তোফাজ্জেল হোসেন বলেন, পোলাডা তো প্রায় মইরাই গেছিলো, আল্লায় বাঁচাইয়া রাখছেন। আজ আমি আল্লার কাছে শুকরিয়া জানাই।


সর্বশেষ সংবাদ