দিনাজপুরে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

৩০ আগস্ট ২০২১, ০৬:৫৮ PM
ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন © টিডিসি ফটো

দিনাজপুর জেলার সদর উপজেলায় যাতায়াতের ভোগান্তি নিরসনে ব্রিজ নির্মাণের দাবিতে বৃষ্টিতে ভিজে মানববন্ধন পালন করেছে স্থানীয় জনগণ।

সোমবার (৩০ আগস্ট) সকালে উপজেলার ১ নং চেহেলগাজী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর গোসাইপুর গ্রামে প্রায় ১৫ হাজার মানুষের জেলা শহরে যাতায়াতের একমাত্র পথ শিরিক ডারায় ব্রিজ নির্মাণের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য নরেশ চন্দ্র রায়।

নরেশ চন্দ্র রায় বলেন, ২০১৭ সালের বন্যার পরে আমরা একটি সেতুর দাবী জানালে পানি উন্নয়ন বোর্ড থেকে পানি নিস্কাশনের জন্য একটি ছোট সুইজ গেট তৈরী করে দিয়ে যায়। সুইচ গেটটি ছোট হওয়ার কারণে বর্ষাকালে বেশি পানির চাপে আবাদি ফসল নষ্টসহ যাতায়াতের সময় মানুষকে দূর্ভোগে পড়তে হয়। তাই ব্রিজ নির্মানের জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তৎকালীন তিনি জানান স্থানীয় সংসদ সদস্য ডিও দিলে আমারা ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো ।

মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী জানান, ৫ গ্রামের পড়ুয়া ছাত্র-ছাত্রীরা স্কুল- কলেজে যেতে পারে না। তাদের জামা কাপড় নষ্ট হয়ে যায়। সুইজ গেটে পানি রাস্তায় ভরে যায়, ফলে প্রতিনিয়ত সাইকেল, মোটরসাইকেলসহ ছোট ছোট যানবাহনে চলাচলের সময় দুর্ঘটনা ঘটে। আমরা ৫ গ্রামে প্রায় ১৫ হাজার এলাকাবাসী একটি সেতুর স্বপ্ন দেখছি যা আমাদের যাতায়াতের দূভোর্গ থেকে রক্ষা করবে। তাই প্রশাসনের নিকট আমাদের আকুল আবেদন ও তাদের দৃষ্টি কামনা করে ব্রিজ নির্মাণে যাতায়াতে দীর্ঘ দিনের ভোগান্তি দূর না করলে আগামিতে আরো কর্মসূচি হাতে নিবো ।

তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিল বগুড়া জেলা ছাত…
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, দেশকে এগিয়ে নিতে চাই: …
  • ৩১ জানুয়ারি ২০২৬
‎কিশোরগঞ্জ হাওরে গলা কাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
  • ৩১ জানুয়ারি ২০২৬
কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬