এসপির বাংলোতে গুলিবিদ্ধ হয়ে কনস্টেবলের মৃত্যু

এসপির বাংলোতে গুলিবিদ্ধ হয়ে কনস্টেবলের মৃত্যু
এসপির বাংলোতে গুলিবিদ্ধ হয়ে কনস্টেবলের মৃত্যু  © ফাইল ফটো

ঢাকা জেলা পুলিশ সুপারের বাংলোতে গুলিবিদ্ধ হয়ে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। রাজধানীর বেইলি রোডে অবস্থিত পুলিশ সুপারের বাংলোতে এই ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবলের নাম মেহেদী হাসান (২১)।

শুক্রবার (৬ আগস্ট) বিকেলে গুলিবিদ্ধ অবস্থা মেহেদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক মো. ছালাম। তিনি জানান, ডিউটিরত অবস্থায় নিজের চায়না থ্রি অস্ত্র দিয়ে মেহেদী গুলিবিদ্ধ হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্নহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!