খুলনা বিভাগে করোনায় ৪৩ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত এক নারীকে হাসপাতালে নেয়া হচ্ছে
করোনায় আক্রান্ত এক নারীকে হাসপাতালে নেয়া হচ্ছে  © ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের বিভিন্ন জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এ সময় আক্রন্ত হয়েছেন এক হাজার ৩৯৪ জন।

মঙ্গলবার (২০ জুলাই) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, ড়ত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১০ জন কুষ্টিয়া জেলার। বাকিদের মধ্যে নয়জন খুলনার, আটজন যশোরের, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও নড়াইলে ৪ জন করে, ছিনাইদহে দুইজন, বাগেরহাট ও মাগুরায় একজন করে মারা গেছে।

প্রসঙ্গত, দেশে করোনা শনাক্তের পর গত ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত এ বিভাগের ১০ জেলায় ৮৩ হাজার ৯৮০ জন আক্রান্ত হয়েছেন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেনেএক হাজার ৯৯০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ হাজার ৩৫৪ জন। 


সর্বশেষ সংবাদ