সিনোফার্মের টিকা নিতে হবে চীনে অধ্যয়নরত শিক্ষার্থীদের

সিনোফার্মের টিকা নিতে হবে চীনে অধ্যয়নরত শিক্ষার্থীদের
সিনোফার্মের টিকা নিতে হবে চীনে অধ্যয়নরত শিক্ষার্থীদের  © ফাইল ছবি

বাংলাদেশের যেসব শিক্ষার্থী চীনে লেখাপড়া করছেন তাদের সিনোফার্মর টিকা নিতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, যেসব বাংলাদেশি শিক্ষার্থী চীনে লেখাপড়া করেন কিন্তু দেশে এসে এখন আবার যেতে হচ্ছে তাদের জন্য সিনোফার্মের টিকা যেসব কেন্দ্রে দেওয়া হচ্ছে সেসব কেন্দ্রে টিকা নেওয়ার জন্য নিবন্ধনের অনুরোধ করা হচ্ছে। কারণ, চীনে যারা লেখাপড়া করেন তাদের জন্য বাধ্যবাধকতা রয়েছে সিনোফার্মের টিকা নেওয়ার জন্য।

তাই চীনে অধ্যয়নরত শিক্ষার্থীদের এ বিষয়টি খেয়াল রাখার জন্য অনুরোধ করা হচ্ছে, বলেন নাজমুল ইসলাম।

দেশে ইতোমধ্যেই মডার্না এবং সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে জানিয়ে বলেন, দেশের ১২ সিটি কর্পোরেশন এলাকায় মডার্না এবং জেলা-উপজেলায় সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে।

প্রসঙ্গত, শনিবার চীন থেকে কেনা সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ দেশে পৌঁছায়।

ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক রবিবার ( ১৮ জুলাই) বাংলা ট্রিবিউনকে বলেন, ২০ লাখ ডোজ টিকা দুই ফ্লাইটে দেশে পৌঁছেছে। আর সব মিলিয়ে সিনোফার্ম থেকে এখন পর্যন্ত মোট ৫১ লাখ ডোজ টিকা এলো।

এর আগে, চীন থেকে দেড় কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কেনার চুক্তি হয়েছে। আর তিনমাসের মধ্যে এসব টিকা দেশে এসে পৌঁছানোর কথা।


সর্বশেষ সংবাদ