কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দায়িত্বে আবদুল্লাহ আল মাহমুদ

কারিগরি শিক্ষা অধিদপ্তর
কারিগরি শিক্ষা অধিদপ্তর   © ফাইল ফটো

কারিগরি শিক্ষা বোর্ডের সচিব আবদুল্লাহ আল মাহমুদ জামানকে বোর্ড চেয়ারম্যানের রুটিন দায়িত্ব দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানিয়ে আলাদ আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, ২০১৯ সালের এপ্রিল মাসে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পান  ড. মো. মোরাদ হোসেন মোল্ল্যা। অবসরগমনের সুবিধার্থে বোর্ড চেয়ারম্যানের প্রেষণ প্রত্যাহার করে তাকে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে বদলি করে গত ৩ জুলাই প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ। 

একই দিন জারি করা অপর এক প্রজ্ঞাপনে, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের রুটিন দায়িত্ব দেয়া হয়েছে বোর্ডের সচিব আবদুল্লাহ আল মাহমুদ জামানকে।

গত ২৯ জুন কারিগরি শিক্ষা বোর্ডের নতুন সচিব হিসেবে যোগদান করেন মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। গত ১৩ জুন তাকে কারিগরি শিক্ষা বোর্ডের নতুন সচিব হিসেবে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে তিনি  চাঁদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।


সর্বশেষ সংবাদ