সন্ধান দাবিতে আদনানের শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন

১৭ জুন ২০২১, ০৬:৩২ PM
লায়ন্স স্কুল এন্ড কলেজের সামনে মানববন্ধন

লায়ন্স স্কুল এন্ড কলেজের সামনে মানববন্ধন © সংগৃহীত

ধর্মীয় ব্ক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ তাঁর তিন সঙ্গীর সন্ধান দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর আদনানের শিক্ষাপ্রতিষ্ঠান লায়ন্স স্কুল এন্ড কলেজের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে কলেজশিক্ষক বাসেদুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন লায়ন্স স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী রাকিবুল বাসার, রাকিব আহমেদ, সিয়াম ইবনে শরিফ, শিবলী সৈয়দ প্রমুখ। বক্তারা অবিলম্বে আবু ত্ব-হা মুহাম্মাদ আদনানসহ চারজনকে ফিরেয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা বলেন, এ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ইসলামি বক্তা আবু ত্ব-হার নিখোঁজের সাত দিন অতিবাহিত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর সন্ধান দিতে পারেনি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। নিখোঁজের পরদিন ত্ব-হার মা রংপুরের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন। তাঁদের সন্ধানে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তাঁরা।

এর আগে, গত ১০ জুন বিকেল ৪টার দিকে তিন সঙ্গীসহ আদনান রংপুর থেকে ভাড়া করা একটি প্রাইভেটকারে ঢাকার সাভারের উদ্দেশে রওনা দেন। ওই দিন রাত আড়াইটার দিক থেকে তারা নিখোঁজ হন। নিখোঁজের সময় আদনানের সঙ্গে আরও তিনজন ছিলেন। এ পর্যন্ত তাদের কারোরই সন্ধান পাওয়া যায়নি।

বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন মসজিদ নিয়ে বিতর্ক, যা …
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর টাকার খাম! মিডিয়া সেলের অস্বীকার, মুফতি উস…
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘ভোটাধিকার হরণ ঠেকাতে কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে …
  • ৩১ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৫ ফে…
  • ৩১ জানুয়ারি ২০২৬