বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স বন্ধ হচ্ছে না

০৬ জুন ২০২১, ০২:২৫ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

দেশের বেসরকারি কলেজ থেকে অনার্স-মাস্টার্স বন্ধ করা হচ্ছে না। তবে যে সকল কলেজে বিষয় রয়েছে কিন্তু শিক্ষক কিংবা শিক্ষার্থী নেই সেগুলো বন্ধ করে দেয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘোষণা অনুযায়ী যে কলেজগুলোতে শিক্ষক-শিক্ষার্থী নেই সেখানে শর্ট কোর্স চালু করা হবে। শিক্ষার্থীরা যেন স্নাতক শেষ করে অন্তত একটি চাকরি পায় সেভাবেই তাদের গড়ে তোলা হবে।

এ প্রসঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমরা সব বেসরকারি কলেজ থেকে অনার্স-মাস্টার্স উঠিয়ে দেয়ার কথা বলিনি। যে কলেজগুলোতে বিষয় থাকলেও শিক্ষক-শিক্ষার্থী নেই সেগুলো বন্ধ করার কথা বলেছি।

উপমন্ত্রী আরও বলেন, আমরা যত্রতত্র স্নাতক-স্নাতকোত্তর চালু করতে চাই না। এই কলেজগুলো দক্ষ জনবল তৈরি করতে পারছে না। এই কলেজগুলোতে চার মাস কিংবা ছয়মাস মেয়াদী ট্রেড কোর্স চালু করা হবে। যেন আমাদের গ্রাজুয়েটরা অন্তত একটি চাকরির ব্যবস্থা করতে পারে।

মিরসরাইয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে
  • ২৯ জানুয়ারি ২০২৬
ভোটের ইশতেহারে কওমী শিক্ষা: বাস্তবতা ও প্রত্যাশা
  • ২৯ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে সেনাবাহিনীর আন্দোলনের ছবিটি ‘এআই’
  • ২৯ জানুয়ারি ২০২৬
পবিপ্রবিতে শিবিরের বিক্ষোভ মিছিলে ছাত্রদলের বাধা, ক্যাম্পাস…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ২৯ জানুয়ারি ২০২৬