মা-বাবার কাছে যেতে চায় শিশু নূর মোহাম্মদ

৩০ মে ২০২১, ০৮:২৩ AM
শিশু নূর মোহাম্মদ

শিশু নূর মোহাম্মদ © সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে উদ্ধারকৃত ছয় বছর বয়সী নূর মোহাম্মদ তার মা–বাবার কাছে যেতে চায়। শিশুটি মা–বাবার নাম বলতে পারলেও তাঁরা কোথায় থাকেন, সেটি বলতে পারছে না। তার বাবার নাম সাদ্দাম, মায়ের নাম নুর জাহান।

গত বৃহস্পতিবার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে সে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে অবস্থান করছে।

পুলিশ বলছে, ২ ফুট ৮ ইঞ্চি উচ্চতার উজ্জ্বল শ্যামবর্ণের শিশু নূর মোহাম্মদ। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল গোলাপি রঙের গেঞ্জি।

তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কাঞ্চন মিয়া বলেন, শিশু নূর মোহাম্মদ ভালো আছে। তবে অনেক খোঁজাখুঁজির পরও তার মা–বাবাকে খুঁজে বের করা সম্ভব হয়নি। তবে সে বলেছে, তার বাবার রিকশা গ্যারেজ আছে। বাবার কাছে যাওয়ার জন্য সে বাসা থেকে বের হয়। এরপর পথ হারিয়ে ফেলে।

গত বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চলের কুনিপাড়ার মোহাম্মাদিয়া হোটেলের ব্যবস্থাপকের কাছ থেকে নূর মোহাম্মদকে উদ্ধার করে পুলিশ। শিশুটির মা–বাবার খোঁজ পেলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের কর্তব্যরত কর্মকর্তার (মুঠোফোন ০১৭৪৫৭৭৪৪৮৭) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

ট্যাগ: জাতীয়
কেরু সুগার মিলসহ সব শিল্পপ্রতিষ্ঠান সচল করবে জামায়াত: আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় শ্রমিকের মৃত্যু
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাস থামিয়ে স্কুলছাত্রীর কথা শুনলেন তারেক রহমান, বললেন—পলিটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদ কিংবা ফজরের পর ভোট কেন্দ্রে যাওয়ার কথা আসছে কেন
  • ২৭ জানুয়ারি ২০২৬
আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল অনুষ্ঠ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার জামায়াতের নির্বাচনী প্রচারণায় বিএনপির হামলা
  • ২৭ জানুয়ারি ২০২৬