দু’মাসের মধ্যে সব শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে চাই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ মে ২০২১, ১২:০৫ PM , আপডেট: ২৬ মে ২০২১, ১২:৪৪ PM
আগামী দুই মাসের মধ্যে সকল পর্যায়ের শিক্ষার্থীদের (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) শিক্ষা কার্যক্রমে পরিপূর্ণভাবে অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, অনলাইনে কিংবা সশরীরে যোকোনভাবেই হোক। আমরা এটি নিশ্চিত করার চেষ্টা করছি।
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান। আজ বুধবার (২৬ মে) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনটি শুরু হয়।
শিক্ষামন্ত্রী বলেন, করোনার প্রাদুর্ভাবের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে দেরি হচ্ছে। তবে টেলিভিশন ও অনলাইনে পাঠদান চলছে। আগামীতে হয়তো সশরীতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারবো। তবে দেশের কোথাও লকডাউনের প্রয়োজন হলে ষেখানে বন্ধ রাখতে হলে তারা যেন ক্ষতিগ্রস্থ না হয়।