লকডাউন শেষ হলে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ মে ২০২১, ১০:০৯ PM , আপডেট: ২৩ মে ২০২১, ১০:০৯ PM
চলতি মাসের শেষে লকডাউন তুলে নেওয়া হলে আগামী জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চায় সরকার। তবে বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোয় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। এরমধ্যে লকডাউন তুলে দেওয়া হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু হবে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।
এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আরও এক দফা বাড়তে পারে। লকডাউনের সময়সীমা বৃদ্ধি করায় শিক্ষা মন্ত্রণালয়ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দু-তিন দিনের মধ্যে ছুটির ঘোষণা দেওয়া হতে পারে বলে জানান তিনি।
গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। করোনা সংক্রমন পাঁচ শতাংশের নীচে না নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্কুল খোলার আগে শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দিতে চায় সরকার। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
দ্রুত ক্যাম্পাস খুলতে চায় ঢাবি, টিকা পেতে মন্ত্রণালয়ে চিঠি
সর্বশেষ দফায় আগামী ২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ায় শিক্ষা মন্ত্রণালয়। তবে লকডাউনের মেয়ার ৩০ মে পর্যন্ত বৃদ্ধি করায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা।