ঈদের সময় দেশে সড়ক দুর্ঘটনায় ৩১৪ জন নিহত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ মে ২০২১, ০৬:৫৯ PM , আপডেট: ২২ মে ২০২১, ০৬:৫৯ PM
পবিত্র ঈদুল ফিতরের আগে পরে মিলিয়ে ১৪ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় ৩১৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। নিহতদের মধ্যে ৪৩ জন নারী ও ২৮টি শিশু।
শনিবার সংগঠনটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সাতটি দৈনিক পত্রিকা, পাঁচটি অনলাইন পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার খবর থেকে তথ্য সংগ্রহ করে এসব জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। দুর্ঘটনা রোধে ১০টি করণীয়ও বাতলে দিয়েছে তারা।
ঈদুল ফিতরের সময়ে নিহত ৩১৪ জনের ৪২.৬৭ শতাংশ অর্থাৎ ১২১ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন।
আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থী ও মূকাভিনয় শিল্পী হাফিজুর ৮ দিন ধরে নিখোঁজ
এ ছাড়া ৭৬ জন পথচারী এবং ৩৭ জন গাড়িচালক বা সহযোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
ট্রেন দুর্ঘটনায় এই সময়ের মধ্যে মাত্র একজন নিহত হয়েছে।
বিভাগওয়ারী সড়ক দুর্ঘটনায় ঢাকায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। ৮০টি দুর্ঘটনায় ১০৩ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। ঈদের সময়ে আর ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা সবচেয়ে কম ছিল। ১৪টি ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে বিভাগটিতে।