দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

১৭ মে ২০২১, ০৭:৫৩ PM
রফিক আহমদ সওদাগর

রফিক আহমদ সওদাগর © টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিক আহমদ সওদাগর (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

সোমবার (১৭ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের হাজী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ইউনুস এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বৃদ্ধ রফিক উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়া পাড়ার মৃত মহসিন সিকদারের পুত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ি থেকে সিএনজি অটোরিকশা যোগে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন রফিক। পথিমধ্যে পুটিবিলা হাজী রাস্তার মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রফিক।

স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুটিবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক জানান, সড়ক দুর্ঘটনায় নিহত রফিক সওদাগর এলাকার পরিচিত মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নির্বাচনে জামানত কী, কেন বাজেয়াপ্ত করা হয়?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আইবিএ ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিল আদমজী …
  • ৩১ জানুয়ারি ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির উদ্যাগে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স অন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬