অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কলেজছাত্রীর

১৬ মে ২০২১, ০৯:৩০ PM
তাসলিমা আক্তার

তাসলিমা আক্তার © সংগৃহিত

টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ মে) দুপুরে উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম তাসলিমা আক্তার (১৭)। সে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সানবান্ধা গ্রামের আবু তাহেরের মেয়ে ও ফুলবাড়িয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, তাসলিমা ফুলবাড়িয়া থেকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানে নানার বাড়ি সখীপুরে যাচ্ছিলেন। এসময় তাসলিমার ওড়না ভ্যানটির চাকায় পেঁচিয়ে তার গলায় টান পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ফরিদ হোসেন বলেন, হাসপাতালে পৌঁছার আগেই ওই কলেজছাত্রীর মৃত্যু হয়।

সখীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এএইচ এম লুৎফুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নির্বাচনে জামানত কী, কেন বাজেয়াপ্ত করা হয়?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আইবিএ ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিল আদমজী …
  • ৩১ জানুয়ারি ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির উদ্যাগে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স অন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬