সড়কে ঝরল চিকিৎসক দম্পতিসহ তিনজনের প্রাণ

১২ মে ২০২১, ০৫:২৭ PM
বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে

বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে © সংগৃহিত

নরসিংদীর শিবপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক চিকিৎসক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন পাঁচজন।

বুধবার (১২ মে) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সৃষ্টিগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার।

দুর্ঘটনায় নিহতরা হলেন- নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল এলাকার বাসিন্দা ও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসক ডা. জহিরুল হক সুমন (৩৭), তার স্ত্রী বার্ডেম হাসপাতালের চিকিৎসক ডা. তুহিন (৩২) ও মাইক্রোবাস চালক (নাম জানা যায়নি)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব থেকে নরসিংদীমুখী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা অপর একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও মাইক্রোবাসের সামনের ডান দিকটা দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। পরে আহতদের স্থানীয়দের সহায়তায় পুলিশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।

নির্বাচনে জামানত কী, কেন বাজেয়াপ্ত করা হয়?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আইবিএ ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিল আদমজী …
  • ৩১ জানুয়ারি ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির উদ্যাগে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স অন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬