সাদা পোশাকে তুলে নেয়ার পর নিখোঁজ কলেজছাত্র

০৫ মে ২০২১, ১০:২৪ AM
নিখোঁজ কলেজছাত্রের মায়ের সংবাদ সম্মেলনে

নিখোঁজ কলেজছাত্রের মায়ের সংবাদ সম্মেলনে © সংগৃহীত

সুনামগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী সজীব ইখতিয়ারের সন্ধান চেয়েছেন তার মা মোছা. নাদিরা বেগম। গত ২৮ এপ্রিল জামালগঞ্জের আছানপুর থেকে সাদা পোশাকে ১০-১২ জন সশস্ত্র লোক তার ছেলেকে তুলে নিয়ে যাওয়ার পর এখনও সন্ধান পাওয়া যায়নি।

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কামারকান্দি গ্রামের মৃত আমিরুল ইসলামের স্ত্রী ও সিলেট নগরের টিলাগড় রাজপাড়ার সুরভী ৭২ নম্বর বাসার বাসিন্দা নাদিরা বেগম তার ছেলের সন্ধান দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মঙ্গলবার (৪ মে) সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নাদিরা বেগম ছেলের সন্ধান দাবি করে বলেন, তার বাবার বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ থানার আছনপুর গ্রামে। দ্বিতীয় ছেলে সুনামগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র সজীব ইখতিয়ারকে নিয়ে গত ২০ এপ্রিল বেড়াতে যান। গত ২৮ এপ্রিল বিকেল ৩টার দিকে আছানপুরের বাড়ি থেকে তাকে একদল সশস্ত্র লোক জোরপূর্বক তুলে নিয়ে যায়।

তিনি আরও বলেন, সশস্ত্র লোকদের সাথে জামালগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহাগ ও উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা চিনতে পেরেছেন। ঘটনার পর তিনি জামালগঞ্জ থানায় যোগাযোগ করেও কোনো তথ্য পাননি। এমনকি জিডি করতে গেলেও জামালগঞ্জ থানা পুলিশ তা গ্রহণ করেনি।

পরে বিভিন্ন দফতরে যোগাযোগ করে ব্যর্থ হয়ে ২ এপ্রিল ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেন নাদিরা। কিন্তু এখনও সজীব ইখতিয়ারের সন্ধ্যান দিতে পারেনি সুনামগঞ্জ পুলিশ।

নাদিরা জানান, তার ছেলে সজীব ইখতিয়ার কোনো দল ও মতের সাথে সম্পৃক্ত নয়। দেশবিরোধী ও রাষ্ট্রদ্রোহী কিংবা সমাজ বিরোধী অপরাধেও জড়িত নয়। তার বিরুদ্ধে মামলাও নেই। তিনি তার ছেলেকে অক্ষত অবস্থায় ফেরত দিতে প্রধানমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন মহলের পদক্ষেপ কামনা করেন।

‘তারেক বসন্ত’ লিখে জামায়াত আমিরের ছবি পোস্ট আবিদের, পরে সং…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কেরু সুগার মিলসহ সব শিল্পপ্রতিষ্ঠান সচল করবে জামায়াত: আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় শ্রমিকের মৃত্যু
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাস থামিয়ে স্কুলছাত্রীর কথা শুনলেন তারেক রহমান, বললেন—পলিটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদ কিংবা ফজরের পর ভোট কেন্দ্রে যাওয়ার কথা আসছে কেন
  • ২৭ জানুয়ারি ২০২৬
আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল অনুষ্ঠ…
  • ২৭ জানুয়ারি ২০২৬