পদোন্নতি পেলেন ডিসি হারুন

হারুন অর রশীদ
হারুন অর রশীদ   © ফাইল ফটো

পদোন্নতি পেয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ। প্রমোশন পেয়ে তিনি এখন পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) হয়েছেন। শুধু ডিসি হারুনই নয়, পদোন্নতি পেয়েছে ঢাকার আরও ৭ পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা।

রবিবার (২ মে) স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পদোন্নতি দেয়া হয়।

এর আগে নারায়ণগঞ্জে এসপি হিসেবে কাজ করেছেন ডিসি হারুন। নারায়ণগঞ্জ থেকে তাকে বদলি করে তেজগাঁও বিভাগের ডিসি করা হয়। ডিসি থাকা অবস্থা বেশ কয়েকটি আলোচিত মামলার তদন্ত করেন ডিসি হারুন। এর মধ্যে করোনারকালীন অনিয়ম নিয়ে ডা. সাবরিনা ও হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের ঘটনা অন্যতম।

ডিসি হারুন ছাড়া পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, সিআইডির সাইফুল ইসলাম, ডিএমপির আনিসুর রহমান, বিপ্লব জয় তালুকদার ও নুরুল ইসলাম, স্পেশাল ব্রাঞ্চের মো. মনিরুজ্জামান এবং পুলিশ সদর দপ্তরের শেখ রফিকুল ইসলাম।


সর্বশেষ সংবাদ