পুপরোয়ার সভাপতি মনিরুল, সম্পাদক সাদাত

২৪ মার্চ ২০২১, ০৪:৩৯ PM
কমিটির সভাপতি মো. মনিরুল ইসলাম রিন্টু ও সাধারণ সম্পাদক আবু সাদাত

কমিটির সভাপতি মো. মনিরুল ইসলাম রিন্টু ও সাধারণ সম্পাদক আবু সাদাত

প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশন্স অফিসার্স অ্যাসোসিয়েশনের (পুপরোয়া) নির্বাহী কমিটি (২০২১-২০২৩) কমিটি গঠন করা হয়েছে। এতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির মো. মনিরুল ইসলাম রিন্টু সভাপতি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আবু সাদাত সাধারণ সম্পাদক নির্বাাচিত হয়েছে।

আজ বুধবার দুপুরে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ (সাউথইস্ট ইউনিভার্সিটির), সহ-সভাপতিনাসিমা খন্দকার (রবীন্দ্র সৃজনকলা ইউনিভার্সিটি), সহ-সভাপতি আবু মিয়া আকন্দ তুহিন (এআইইউবি), যুগ্ম সাধারণ সম্পাদক (১) আনোয়ার হাবীব কাজল (ডিআইইউ), যুগ্ম সাধারণ সম্পাদক (২) এসএম মহিউদ্দিন (ইস্টওয়েষ্ট ইউনিভার্সিটি)।

অর্থ সম্পাদক মামুন উল মতিন (ফারইষ্ট ইউনিভার্সিটি), সহ-অর্থ সম্পাদক জাহিদ হাসান (প্রেসিডেন্সী ইউনিভার্সিটি), সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান (ইনডিপেডেন্ট ইউনিভার্সিটি), সহ-সাংগঠনিক সম্পাদক একেএম সাইফুল্লাহ (প্রাইম ইউনিভার্সিটি), দপ্তর সম্পাদক শেখ মাহবুব রহমান (নর্দান ইউনিভার্সিটি), সহ-দপ্তর সম্পাদক জিসান আল জুবায়ের (বিইউবিটি)।

জনসংযোগ ও প্রশিক্ষণ সম্পাদক আল আমিন শিকদার সিহাব (আইইউবিএটি), সহ-জনসংযোগ ও প্রশিক্ষণ সম্পাদক বাচ্চু শেখ রবিন (ইউএপি), প্রচার সম্পাদক নাহিদ হাসান (সোনারগাঁও ইউনিভার্সিটি), ক্রীড়া সম্পাদক মনজুর হোসাইন (মেরিট ইন্টাঃ স্কুল, সোনারগাঁও), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাসিনা সুলতানা এঞ্জেল (বিইউএইচএস), সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মতিউর তানিফ (জিইউবি), সাংস্কৃতিক সম্পাদক শিল্পী সাজেদ ফাতেমী (ইর্স্টান ইউনিভার্সিটি), সহ-সাংস্কৃতিক সম্পাদক অভিনেতা বদিউর রহমান সোহেল (এইউবি), গবেষণা সম্পাদক আব্দুল মতিন, (মানারাত ইন্টা. ইউনিভার্সিটি), আন্তর্জাতিক সম্পাদক নাঈম আহমেদ (বিআইইউ)।

এছাড়া কমিটির বিভাগী সমন্বয়কারীদের মধ্যে আছেন- চট্টগ্রাম বিভাগের মহিউদ্দিন জুয়েল (চট্টগ্রাম ইনডিপেডেন্ট ইউনিভার্সিটি), সিলেট বিভাগের আলমগীর হোসেন (লিডিং ইউনিভার্সিটি), খুলনা বিভাগের জুবায়ের মুস্তাফিজ (এনইউবিটি, খুলনা), রাজশাহী বিভাগের মো. আশরাফুল ইসলাম (বিএইইউটি, নাটোর)।

সম্মানিত উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন- ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিন, বাংলাদেশ জনসংযোগ সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু, পুপরোয়ার সাবেক সভাপতি লুৎফর রহমান, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক জামিল আহমেদ, বাংলাদেশ বেসরকারী বিশ্ববিদ্যালয় সমিতির পরিচালক বেলাল আহমেদ, পুপরোয়ার সাবেক সহ-সভাপতি হাসান সাইমুম ওহাব।

মিরসরাইয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে
  • ২৯ জানুয়ারি ২০২৬
ভোটের ইশতেহারে কওমী শিক্ষা: বাস্তবতা ও প্রত্যাশা
  • ২৯ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে সেনাবাহিনীর আন্দোলনের ছবিটি ‘এআই’
  • ২৯ জানুয়ারি ২০২৬
পবিপ্রবিতে শিবিরের বিক্ষোভ মিছিলে ছাত্রদলের বাধা, ক্যাম্পাস…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ২৯ জানুয়ারি ২০২৬