শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে: শিক্ষামন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ মার্চ ২০২১, ০৫:১৬ PM , আপডেট: ১২ মার্চ ২০২১, ০৫:৪৬ PM
দেশে চলমান করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার যে তারিখ ঘোষণা করা হয়েছে সেটি পরিবর্তন হতে পারে। বর্তমান করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
শুক্রবার (১২ মার্চ) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান তিনি।
দীপু মনি বলেন, আমাদের কাছে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাকদের নিরাপত্তা সবার আগে। তাদের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো সিদ্ধান্ত আমরা নিব না। ফলে করোনার সংক্রমণ যদি এভাবেই বাড়তে থাক েতাহলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছানো হতে পারে।
এদিকে করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখির মধ্যে আগামী ৩০ মার্চ স্কুল-কলেজ খোলা যাবে কি না এ বিষয়ে সিদ্ধান্ত পর্যালোচনা করতে ফের বৈঠকে বসছে আন্তঃমন্ত্রণালয়। আগামীকাল শনিবার (১৩ মার্চ) তথ্য মন্ত্রণালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, তথ্য মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট অধিদফতরের মহাপরিচালক, ইউজিসি কর্মকর্তারা অংশ নেবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ২৭ ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত ছিল, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে পরিস্থিতি পর্যালোচনা করতে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে।
তিনি বলেন, সেজন্য আগামীকাল শনিবার বিকালে তথ্য মন্ত্রণালয়ে একটি বৈঠক ডাকা হয়ছে। তবে এখন পর্যন্ত যেটুকু দেখছি তাতে মনে হচ্ছে, আরও দুই সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হতে পারে। তখন সংক্রমণ পরিস্থিতি বোঝা যাবে। তবে সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে, তাহলে তো আশঙ্কার কথা।