ছাত্রকে পিঠিয়ে জখম, মাদরাসা শিক্ষকের ৭ দিনের কারাদণ্ড

১০ মার্চ ২০২১, ০৫:৩৮ PM
অভিযুক্ত শিক্ষক ও আঘাতের চিহ্ন

অভিযুক্ত শিক্ষক ও আঘাতের চিহ্ন © টিডিসি ফটো

ময়মনসিংহের নান্দাইলে পড়া না পারায় ছাত্রকে পিঠিয়ে জখমের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে সাতদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ মার্চ) সকালে নান্দাইল পৌরসভার বালিয়াপাড়া মহল্লার আমেনা মফিজ নুরুল কুরআন নূরানি ও হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ওই শিক্ষকের নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি ওই মাদরাসার শিক্ষক।

সাব্বিরের বাবা জুয়েল মিয়া জানান, সকালে পড়া ভুল হওয়ার কারণে ওই মাদরাসার শিক্ষক শফিকুল ইসলাম বাঁশের তৈরি কঞ্চি দিয়ে ছেলেকে মারধর করেন। খবর পেয়ে তিনি মাদরাসায় গিয়ে ছেলের মাথা থেকে পা পর্যন্ত লালচে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দিন বলেন, শিশুর বাবা জুয়েল মিয়া নির্যাতনের বিষয়টি আমাকে জানালে মাদরাসায় গিয়ে শিক্ষক শফিকুল ইসলামকে আটক করি। পরে জিজ্ঞাসাবাদে তিনি নির্যাতনের বিষয়টি স্বীকার করেন।পরে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

তারেক রহমানের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্রদল নেতাকে শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
৩৫ লাখের মধ্যে ১৭ লাখ শিশুর জন্মই অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
অধিভুক্ত কলেজগুলোতে কম্পিউটার সায়েন্স কোর্সে খণ্ডকালীন শিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ও মুক্তিযুদ্ধের দল মিলে স্বাধীনতা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ছাত্রদল
  • ২৯ জানুয়ারি ২০২৬