সাইনবোর্ডের ইংরেজি লেখা মুছে দিলেন মুক্তিযোদ্ধারা

  © সংগৃহীত

চট্টগ্রামে ইংরেজিতে লেখা সাইনবোর্ডে লাল কালি, রং দিয়ে প্রতিবাদ জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। শনিবার (১৯ ডিসেম্বর) নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার জুবিলি রোড এলাকায় ব্যতিক্রমী এ কর্মসূচিতে অংশ নেন তারা।

এসময় কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডের মোজাফফর আহমদ, মুক্তিযোদ্ধা গবেষক ডা. মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা আ জ ম সাদেক, সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সুজয় চৌধুরী, মশিউর রহমান খান, ডা. আরকে রুবেল, আরফাতুল মান্নান ঝিনুক, জয়নুদ্দিন আহমদ, নিজামউদ্দিন আহমদ প্রমুখ।

মুক্তিযোদ্ধারা নগরীর জলসা মার্কেটের বাটা শো রুমের ইংরেজি সাইনবোর্ড, নিউমার্কেট এলাকার বাটা, বার্জার পেইন্ট, বিভিন্ন মোবাইল ফোনের শোরুমের সাইনবোর্ডে কালি দেন। এসময় হ্যান্ড মাইকে জানুয়ারির আগে এসব সাইনবোর্ডে ইংরেজির বদলে বাংলা লেখার অনুরোধ জানান। অন্যথায় পরের বার এসব সাইন বোর্ড ভেঙে দেওয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়।

এ বিষয়ে ডা. মাহফুজুর রহমান বলেন, বাংলা সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক। এটি বাস্তবায়নের দায়িত্ব প্রশাসনের। যতদিন বাংলার পরিবর্তে, বাংলাকে অবহেলা করে, অহেতুক ইংরেজি লেখা সাইনবোর্ড থাকবে ততদিন আমরা কালি লাগাব।


সর্বশেষ সংবাদ