ভাস্কর্য ইস্যুতে পেছন থেকে মদদ দিচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

১৪ ডিসেম্বর ২০২০, ১২:৪৪ PM
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের © সংগৃহীত

বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তাদের ভূমিকা পরিষ্কার। পেছন থেকে মদদ দিচ্ছে তারা। তারাই সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক- এটা প্রমাণিত।’ আজ সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আজ সেই দিন, ১৪ ডিসেম্বর। ১৬ ডিসেম্বরের আগে পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা পরাজয়ের মুখে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অপহরণ করে হত্যা করে। এটা মেধা ও মননের ওপর আঘাত।’

তিনি বলেন, ‘স্বাধীনতার এত বছর পরেও সাম্প্রদায়িক অপশক্তি এখনো ষড়যন্ত্র করছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের শপথ হবে- এদের যে বিষবৃক্ষ এখনো ডালপালা বিস্তার করে আছে, তা শেখ হাসিনার নেতৃত্বে সমূলে উৎপাটিত করব।’

এর আগে রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল এসএম শামীম উজ জামান ও প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অন্যান্যদের মধ্যে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন প্রমুখ।

অফিসার/সিনিয়র অফিসার নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, কর্মস্থল গাজী…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশনে চাকরি, পদ ৬, আবেদন শেষ ৯ ফেব্র…
  • ২৭ জানুয়ারি ২০২৬
অবশেষে সাকিবের সঙ্গে আলোচনায় বিসিবি
  • ২৭ জানুয়ারি ২০২৬
মহিলা সমাবেশ জামায়াতের যুগান্তকারী মুভ, অপেক্ষায় জাকসু এজিএস
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাদের কথায় আমি ভীত: মির্জা আব্বাস
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে
  • ২৭ জানুয়ারি ২০২৬