মামুনুল হককে যুবলীগের সঙ্গে ‘খেলায়’ নামার আহবান নিক্সন চৌধুরীর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০, ১০:৪৬ AM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২০, ১১:০২ AM
ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করা হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে যুবলীগের সঙ্গে ‘খেলায়’ নামার আহবান জানিয়েছেন সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী বা নিক্সন চৌধুরী। চট্টগ্রামের পুরোনো রেলস্টেশনে যুবলীগের সংবর্ধনা অনুষ্ঠানে সোমবার (৩০ ডিসেম্বর) তিনি এ আহবান জানান।
নিক্সন চৌধুরী বলেন, ‘দেখতে পেলাম মামুনুল হক মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছেন, শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করছেন। মাথায় কি বুদ্ধি কম? শেখ হাসিনা তো অনেক ওপরের বিষয়। যুবলীগের সঙ্গে লড়ে দেখেন। আসেন, দেখেন, খেলা হবে।’
যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বদিউল আলমকে সংবর্ধনা দিতে চট্টগ্রাম মহানগরের উত্তর ও দক্ষিণ জেলা শাখা যুবলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি বলেন, ‘এক মিনিট লড়াই করার ক্ষমতা নেই যুবলীগের সঙ্গে। ফাপরবাজি করবেন না।’
মামুনুল হককে উদ্দেশ্য করে নিক্সন চৌধুরী বলেন, ‘কোন দেশের টাকা খেয়ে চাঙা হয়েছেন? দালালি ছেড়ে দেন, এটা স্বাধীন বাংলাদেশ। যদি সাহস থাকে মাঠে আসেন, খেলা হবে। আমাদের মাথা থেকে পা পর্যন্ত কলিজা। যুবলীগ মাঠে নামলে এক সেকেন্ডও দাঁড়াতে পারবেন না।’
খেলাফত মজলিসের নেতা এবং হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক রাজধানীর ধোলাইরপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে আপত্তি জানিয়েছেন। ভাস্কর্য নির্মাণ করা হলে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকিও দিয়েছেন।