জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধ মঞ্চের শ্রদ্ধাঞ্জলি

০৩ নভেম্বর ২০২০, ০২:৩৬ PM
চার নেতার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি মুক্তিযুদ্ধ মঞ্চের

চার নেতার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি মুক্তিযুদ্ধ মঞ্চের © টিডিসি ফটো

জেলহত্যা দিবস উপলক্ষে বকশীবাজারস্থ পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত জাতীয় চার নেতার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আজ মঙ্গলবার(৩ নভেম্বর) সকাল ১০টায় শ্রদ্ধাঞ্জলি শেষে জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করে সংগঠনটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, সহ-সভাপতি নাজির উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, চকবাজার থানা শাখার সভাপতি আশরাফ উদ্দিন স্বাধীনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

জাতীয় চার নেতার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল মামুন বলেন, ‘আজকের এ দিন বাঙ্গালি জাতির জীবনে এক কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাতের অন্ধকারে একাত্তরের পরাজিত অপশক্তি পাকিস্তানী দোসররা নির্মমভাবে হত্যা করেছিলো।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। হত্যাকাণ্ডের মূল কুশীলবরা এখনো ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন গঠন করে এই হত্যাকাণ্ডের পিছনের মূল কুশীলবদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের অনেক আসামী এখনো বিদেশে পলাতক রয়েছে।

তিনি আরও বলেন, এদেরকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। আগামী ২৬ মার্চ আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবো। আগামীর তরুণ প্রজন্মের কাছে জেলহত্যা দিবস স্মরণীয় করে রাখার জন্য স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের আগেই ৩রা নভেম্বরকে সরকারি ছুটি ঘোষণা করার দাবি জানাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে মামা খালুর হিসাব নেব না: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির হাতে দুদিনে ১৪টি নারী হেনস্তার ঘটনা, অভিযোগ ঢাবি ছা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ নেই
  • ২৭ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন: তারেক রহমান
  • ২৭ জানুয়ারি ২০২৬
টেরিটরি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, বয়স ২০ হলেই আব…
  • ২৭ জানুয়ারি ২০২৬