বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য কোটি টাকার বাঁধ, অন্যত্র পানি সঙ্কট

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পানীয় জলের সুবিধার্থে নির্মাণ করা বাঁধ
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পানীয় জলের সুবিধার্থে নির্মাণ করা বাঁধ  © ফাইল ফটো

পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরেই তীব্র পানি সংকট বিরাজ করছে। এতে পাহাড়ে বসবাস করা অনেক জনগোষ্ঠী নিজেদের প্রাচীন পাড়া ছেড়ে অন্য স্থানে চলে যেতে বাধ্য হচ্ছেন। এরমধ্যেই নির্মাণাধীন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পানির চাহিদা মেটাতে বাঁধ নির্মাণ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। এক কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে জেলা সদরের সুয়ালক ইউনিয়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের জন্য এটি নির্মাণ করা হয়েছে।

জানা গেছে, পাহাড় কেটে মাটি ভরাট করে দুপাশে দুটো রিটেইনিং ওয়াল ও ড্রেন তৈরি করে বাঁধটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পের সহকারী প্রকৌশলী মং ওয়াইচিং মারমা বলেন, ‘বাঁধটি তৈরিতে এক কোটি ৩৫ লাখ টাকা খরচ হয়েছে। এখন সেখানে পানি কম।’ তবে ভবিষ্যতে সেখানে পানি থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ প্রকল্পের নাম উল্লেখ করা হয়েছে ‘বান্দরবান বিশ্ববিদ্যালয়ে পানীয় জলের সুবিধার্থে বাঁধ নির্মাণকরণ’। এ বিষয়ে তিনি বলেন ‘সুয়ালক ইউনিয়নে নির্মাণাধীন বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রকল্পটি নিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে বান্দরবান বিশ্ববিদ্যালয় ‘বেসরকারী বিশ্ববিদ্যালয়’ হিসেবে অন্তর্ভুক্ত। এ বিষয়ে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘বান্দরবান বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী এটি প্রতিষ্ঠিত হয়েছে।’

বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে বলা হয়েছে, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানটি। পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর প্রতিষ্ঠাতা। তার শ্যালক ক্য শৈ হ্লা বিশ্ববিদ্যালয়টির সহযোগী প্রতিষ্ঠাতা। তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান।  

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামে এতো টাকার প্রকল্প জেলা পরিষদ নিতে পারে কিনা জানতে চাইলে মুখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদনে প্রকল্পটি নিয়েছি।’ আর মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. শেখ মো. রেজাউল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। বিস্তারিত জেনে বলতে হবে।’


সর্বশেষ সংবাদ