আজ পবিত্র আখেরি চাহার শম্বা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ১১:৩৬ AM , আপডেট: ১৪ অক্টোবর ২০২০, ১১:৩৬ AM
আজ বুধবার পবিত্র আখেরি চাহার শম্বা। হিজরি সনের সফর মাসের শেষ বুধবার অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মারক দিবস হিসেবে পবিত্র আখেরি চাহার শম্বা পালিত হয়। মুসলিম বিশ্ব দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করে।
২৩ হিজরির শুরুতে মহানবী (সা.) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। নামাজে ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না। ২৮ সফর মহানবী সুস্থ হয়ে ওঠেন। দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার। ওই দিন শেষবারের মতো গোসল করে নামাজে ইমামতি করেন তিনি। তবে পরদিন আবার অসুস্থ হয়ে পড়েন। এর ১৫ দিন পর ১২ রবিউল আউয়াল ইন্তেকাল করেন তিনি।
ফারসি শব্দমালা আখেরি চাহার শম্বা অর্থ শেষ চতুর্থ বুধবার। রাসুলুল্লাহ (সা.) জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করেন বলে দিনটিকে মুসলমানরা প্রতিবছর ‘শুকরিয়া দিবস’ হিসেবে পালন করেন। তাঁরা নফল ইবাদত-বন্দেগির মাধ্যমে দিবসটি অতিবাহিত করেন। তাই উম্মতে মুহাম্মদির আধ্যাত্মিক জীবনে আখেরি চাহার শম্বার গুরুত্ব ও মহিমা অপরিসীম।
দিবসটি উপলক্ষে আজ বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।