ধর্ষণের প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

০৬ অক্টোবর ২০২০, ০৮:৩৬ PM

© সংগৃহীত

দেশব্যাপী অব্যাহত ধর্ষণের প্রতিবাদে রাজধানীর শাহবাগে মশাল মিছিল করেছে ধর্ষণবিরোধী আন্দোলনকারীরা। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে এ মিছিল শুরু করেন শাহবাগে অবস্থারত আন্দোলনকারীরা। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অযোগ্য আখ্যা দিয়ে তাঁর কুশপুত্তলিকা দাহ করেছে তারা।

এ সময় মশাল মিছিল থেকে ধর্ষণবিরোধী বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দেওয়া হয়। একইসঙ্গে মিছিল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়। এসময় মিছিলে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি কুশপুতুলও দেখা যায়।  

মিছিলে অংশগ্রহণকারীরা জানান, মশাল মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে বাটা সিগন্যাল হয়ে আবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ফিরে এসে ধর্ষণবিরোধী প্রতিবাদী সমাবেশে যুক্ত হয়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে আন্দোলনকারীরা।

কর্মসূচিতে অংশগ্রহণ করে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, সারাদেশে যখন একের পর এক ধর্ষণ, গণধর্ষণ ও খুনের ঘটনা ঘটছে তখন যার কাছে মানুষ নিরাপত্তা বিধানের জন্য আবেদন জানাবে সেই স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সামনে হতবাক করা বক্তব্যে জানান দিলেন, ‘কোন দেশে নারী ধর্ষণ হয় না?’ অর্থাৎ নারী ধর্ষণের ঘটনা অত্যন্ত স্বাভাবিক।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যে সাহস পেয়ে আরো দ্বিগুণ উৎসাহে যুবলীগের কুলাঙ্গাররা পাকিস্তানি নির্মমতাকেও হার মানিয়ে নোয়াখালীতে ঘরে ঢুকে পরিবারের লোকজনের সামনে এক নারীকে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটিয়েছে এবং তা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। এই ঘটনায় অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

এসময় আগামীকাল (বুধবার) সকাল ১১টায় আবারও শাহবাগে জড়ো হওয়ার ঘোষণা দেন অনিক রায়। 

নির্বাচনে জামানত কী, কেন বাজেয়াপ্ত করা হয়?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আইবিএ ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিল আদমজী …
  • ৩১ জানুয়ারি ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির উদ্যাগে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স অন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬