রত্নার ‘হত্যার’ বিচার ১০ কিলোমিটার দৌড়ালেন দেশের ১ হাজার দৌড়বিদ

২৯ আগস্ট ২০২০, ০৯:৪৪ PM

© টিডিসি ফটো

পর্বতারোহী রেশমা নাহার রত্না হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ১ হাজার দৌড়বিদ ১০ কিলোমিটার প্রতিবাদী দৌড় কর্মসূচি পালন করেছেন। আজ শনিবার ‘জাস্টিস ফর রত্না ভার্চুয়াল রান’ নামে এ কর্মসূচি পালিত হয়।

দৌড়বিদরা নিজ নিজ শহরে ও গ্রামে করোনায় স্বাস্থ্যবিধি মেনে ১০ কিমি দৌড়ান এবং দৌড়ের সেই ছবি নিজেদের ফেসবুক প্রোফাইলে #JusticeforRatna Ges #WeDemandCycleLane হ্যাশট্যাগসহ পোস্ট করে রত্নার হত্যার প্রতিবাদ জানান।

রাজধানী ঢাকায় এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন দেশের প্রথম এভারেস্টজয়ী নারী নিশাত মজুমদারসহ আবৃত্তিকার ও মডেল শারমিন নাহার লাকি, সংগঠক এরশাদুল হক টিংকু, লাইফ স্টাইল মডিফায়ার ডা. জাহাঙ্গীর কবির, রেস ডিরেক্টর অ্যায়রনম্যান মোহাম্মদ শামছুজ্জামান আরাফাত প্রমুখ।

পড়ুন: পর্বতারোহী রত্নার ঘাতকের বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ

তারা চন্দ্রিমা উদ্যান লেক রোডে পর্বতারোহী রত্নার দুর্ঘটনাস্থলে ফুল ছড়িয়ে শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ, মিরপুর রোড বরাবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে শাহবাগে জাতীয় জাদুঘর পর্যন্ত ১০ কিমি দৌড়ান।

প্রতিবাদী দৌড় শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দৌড়বিদ, সাইক্লিস্ট, পর্বতারোহী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা জাতীয় যাদুঘরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে বক্তারা দেশের প্রচলিত আইন অনুসারে রত্মা হত্যার সুষ্ঠু বিচার দাবি এবং সড়ক আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি দেশের সর্বত্র প্রধান সড়কগুলোকেত পৃথক সাইকেল লেন বরাদ্দের দাবি জানান।

রংপুরকে হারিয়ে দলজুড়ে বোনাস ঘোষণা রাজশাহীর
  • ০২ জানুয়ারি ২০২৬
চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসন…
  • ০২ জানুয়ারি ২০২৬
এনইআইআর চালুর পর চাঞ্চল্য: অজান্তেই এনআইডি দিয়ে ডজন ডজন মোব…
  • ০২ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান
  • ০২ জানুয়ারি ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি…
  • ০২ জানুয়ারি ২০২৬
যশোর রেজিস্ট্রি অফিসে রহস্যজনক আগুন: পুড়ে ছাই ৩০০ বছরের নথি
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!