‘১০ টাকার ডাক্তার’ এবাদুল্লাহ করোনা পজিটিভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ জুলাই ২০২০, ০৪:০০ PM , আপডেট: ১০ জুলাই ২০২০, ০৪:০০ PM
সাতক্ষীরার গরীব অসহায়দের কাছে তিনি পরিচিত ‘১০ টাকার ডাক্তার হিসেবে। করোনা পরিস্থিতির মধ্যেও সেবা দিয়ে যাচ্ছিলেন তিনি। চিকিৎসা দিতে গিয়ে নিজেও এবার করোনায় আক্রান্ত হয়েছেন। বলছিলাম জেলার অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ও সাতক্ষীরা বিএমএ’র সিনিয়র সহ-সভাপতি ডা. মো. এবাদুল্লাহর কথা।
জানা গেছে, গত ৪ জুলাই বিকালে নিজের চেম্বারে রোগী দেখার সময় অসুস্থ হয়ে পড়েন এবাদুল্লাহ। তখন তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ডা. এবাদুল্লাহর করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে নিয়াজ ওয়াহিদ। তিনি বলেন, চলমান কভিড-১৯ পরিস্থিতির মধ্যে বাবাকে চিকিৎসা সেবা দিতে নিষেধ করতাম, কিন্তু শুনতেন না। তিনি বলতেন, আমি চিকিৎসা না করলে যারা আমাকে ভালোবেসে অনেক দূর থেকে আসেন, তারা যাবেন কোথায়। দেশবাসীর কাছে তিনি বাবার জন্য দোয়া চেয়েছেন।