করোনা সন্দেহে মরদেহসহ মাকে বাস থেকে নামিয়ে দিলো বাসচালক

১২ মে ২০২০, ০৩:২০ PM

© সংগৃহীত

ঢাকা থেকে চিকিৎসা শেষে জয়পুরহাটে নিজের বাড়িতে ফিরছিলেন মা ও তার সন্তান। তবে বাসের মধ্যেই মারা যান ওই ছেলে। বাস চালকের করোনাভাইরাস সন্দেহ হলে রাস্তাতেই বাস থেকে মৃত ছেলে এবং মাকে নামিয়ে দেন বাস চালক  ও হেলপার। মারা যাওয়া ব্যক্তির নাম মিজানুর রহমান।

গতকাল সোমবার রাতে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হিচমী বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মিজানুর রহমানের নমুনা সংগ্রহ করেছে উপজেলা প্রশাসন। এছাড়া তার লাশ দাফনেরও ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, ৩-৪ দিন আগে কোমরের ব্যথার চিকিৎসা করাতে ঢাকায় যান মিজানুর রহমান ও তার মা। চিকিৎসা শেষে মাকে নিয়ে ঢাকার বিশ মাইল থেকে ২ হাজার টাকা চুক্তিতে সোমবার রাতে তিনি আহাদ পরিবহনের একটি বাসে করে জয়পুরহাটে রওনা দেন। কিন্তু রাস্তায় মিজানুর রহমান মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাতেই হিচমী বাজারে মা ও তার ছেলের লাশটি ফেলে দিয়ে চলে যান বাসের চালক ও হেলপার। পরে স্থানীয়রা জানতে পারলে এলাকায় অনেকটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় জানান, ‘নিহতের মায়ের সাথে কথা বলে জানা গেছে, মৃত ব্যক্তির শরীরে কোনো ধরনের করোনার উপসর্গ ছিল না। গতকাল রাতে তার মা সোহাগী বেগম তাকে নিয়ে গ্রামের বাড়ি আসার সময় রাস্তায় তার মৃত্যু হয়। এসময় বাসের অন্য যাত্রীরা করোনা সন্দেহে তাদের বাস থেকে নামিয়ে দেয়। মৃতের পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে নিজ গ্রামে দাফনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।’

১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬
আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬