মসজিদের পরিবর্তে বাড়িতে নামাজ পড়ার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০২:৩০ PM , আপডেট: ০৬ এপ্রিল ২০২০, ০২:৫১ PM
করোনাভাইরাসের কারণে দেশে জুমার নামাজে সর্বোচ্চ ১০ জন এবং প্রতি ওয়াক্তের নামাজে পাঁচ জনের বেশি অংশ নিতে পারবে না বলে নির্দেশ জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়া সব ধর্মের ইবাদত বা উপাসনা নিজ নিজ ঘরে পালন করার নির্দেশ দেয়া হয়েছে।
আজ সোমবার (৬ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে মসজিদের খতীব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমগণ ব্যতিত সব মুসল্লিকে নিজ নিজ বাসস্থানে থেকে নামাজ আদায় করতে হবে। এছাড়া মুসল্লিদের জুমার নামাজের পরিবর্তে ঘরে যোহরের নামাজ আদায় করতে হবে।
আরো বলা হয়েছে, অন্যান্য ধর্মের অনুসারীদেরকেও উপাসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ বাস্থানে উপাসনা করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ওয়াজ, তাফসির মাহফিল কিংবা তাবলীগি তালিম বা মিলাদ মাহফিল করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে।