বিদেশ থেকে ফিরেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে শিক্ষাবোর্ড চেয়ারম্যান

২১ মার্চ ২০২০, ০৯:৩০ PM
অধ্যাপক মোকবুল হোসেন

অধ্যাপক মোকবুল হোসেন © ফাইল ফটো

বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রতিদিন নতুন নতুন আক্রান্ত হচ্ছেন, আক্রান্ত হয়ে মারাও যাচ্চেন অনেকে। এ পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার চেষ্টা করছেন সবাই। এদিকে হোম কোয়ারেন্টাইন না মেনে নিয়মিত অফিস করছেন রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোকবুল হোসেন। গত ১১ মার্চ তুরস্ক, ইরানসহ বেশ কয়েকটি দেশ ঘুরে বাংলাদেশে আসেন তিনি।

যদিও আগামী ২৫ মার্চ পর্যন্ত তার বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল তার। কিন্তু সরকারি সেই নির্দেশনা মানেননি বোর্ড চেয়ারম্যান। ১২ মার্চ থেকে নিয়মিত অফিস করছেন তিনি। কেবল অফিসই নয়, যাচ্ছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও। গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানেও হাজির হন তিনি।

এসমময় অনুষ্ঠানে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তানবিরুল আলম, রাজশাহী কলেজ অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এস.আর তরফদারসহ বোর্ডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই দিন আলোচনা সভা, কেক কাটা, ম্যুরাল উদ্বোধন এমনকি প্রীতিভোজ ছিল ওই অনুষ্ঠানে। এতে বিপুল জনসমাগম ছিল।

তবে হোম কোয়ারেন্টাইনের শর্ত মেনে চলার দাবি করে অধ্যাপক মোকবুল হোসেন বলেন, ‘দেশে ফেরার পর থেকে আমি বাইরে বের হইনি। কেবল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী হওয়ায় ওই অনুষ্ঠানে গিয়েছিলাম।’

রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হক বলেন, শিক্ষাবোর্ড চেয়ারম্যান হোম কোয়ারেন্টাইন অমান্য করছেন জানতে পেরে কড়া ভাষায় সতর্ক করা হয়েছে। বাকি সময় নিয়ম মেনে চলবেন বলে আমাদের নিশ্চিত করেছেন তিনি।

তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিল বগুড়া জেলা ছাত…
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, দেশকে এগিয়ে নিতে চাই: …
  • ৩১ জানুয়ারি ২০২৬
‎কিশোরগঞ্জ হাওরে গলা কাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
  • ৩১ জানুয়ারি ২০২৬
কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬