বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

১৪ মার্চ ২০২০, ০৭:২৭ PM

© সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন।

শনিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে লাফিজা খাতুন নামের পাঁচ বছরের এক শিশুর নাম জানা গেছে। সে মাদারীপুরের লিয়াকত আলীর মেয়ে। নিহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনম খায়রুল আনাম জানান, যাত্রীবাহী বাসটি খুলনা থেকে মাদারীপুর হয়ে বরিশাল যাচ্ছিল। অপরদিকে ট্রাকটি লোহার রড নিয়ে ঢাকা থেকে আসছিল। ঘটনাস্থলে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে সেখান থেকে অনেককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ঘাতক ট্রাকটির এক্সেল ভেঙে রাস্তার উপর পড়ে থাকায় যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ রাস্তা পরিষ্কার করে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

নির্বাচনে জামানত কী, কেন বাজেয়াপ্ত করা হয়?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আইবিএ ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিল আদমজী …
  • ৩১ জানুয়ারি ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির উদ্যাগে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স অন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬