ইসির কার্ড কেড়ে নিয়ে বের করে দেয়া হলো তিন সাংবাদিককে

০১ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫৮ PM

© সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাদারটেক আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোটের খবর সংগ্রহ করতে যাওয়া তিন সংবাদিকের নির্বাচন কমিশন থেকে দেওয়া পরিচয়পত্র কেড়ে নিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের সমর্থকরা।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। তারা হলেন দৈনিক নয়াদিগন্তের স্টাফ রিপোর্টার শামছুল ইসলাম, ইনকিলাবের স্টাফ রিপোর্টার ফারুক হোসেন ও জাহিদুল ইসলাম। এ সময় তাদের মোবাইলের সব তথ্য মুছে ফেলে দেওয়া হয়।

দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মাহবুব হোসেনের সামনেই লাঞ্ছিতের ঘটনা ঘটলেও দুর্বৃত্তদের নিবৃত না করে উল্টো তাদের পক্ষে অবস্থান নেন বলেও অভিযোগ ওই তিন সাংবাদিকের।

ওই আসনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর অভিযোগ, পোলিং অফিসাররা ভোটারদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বুথ থেকে বের করে দিয়ে গোপন বুথে প্রবেশ করে নৌকার বাটনে চাপ দিয়ে ভোট দিচ্ছে নৌকার কর্মীরা।

ঐ বুথের পোলিং এজেন্ট শিউলি জানান, ‘স্থানীয় পুলিশের লোকজন এসে নৌকায় ভোট দিতে বলে গেছে। কোনো সমস্যা করলে পরে দেখে নেওয়া হবে বলে হুমকিও দিয়ে গেছে’। এই সুযোগে নৌকার সমর্থকরা ভোটারদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ভোটকক্ষ থেকে বের করে দিয়ে গোপন কক্ষে গিয়ে ভোট দিচ্ছে। পোলিং এজেন্টের এমন অভিযোগের বিষয়ে নীরবতা পালন করেন সহকারী প্রিজাইডিং অফিসার তাহমিনা বেগম।

সাংবাদিকদের সাথে কথা বলার এরপরপরই ভোটকেন্দ্রে হট্রগোলের সৃষ্টি হয়। তখন ঐ তিন সংবাদিক মোবাইলে ভিডিও ধারণ করতে থাকেন । এসময় নৌকার সমর্থকরা তাদের গালিগালাজ করে মোবাইল কেড়ে নিয়ে সব তথ্য মুছে ফেলে। বিষয়টি দায়িত্বরত পুলিশ পরিদর্শক মাহবুব হোসেনের সামনে ঘটলেও তিনি সন্ত্রাসীদের নিবৃত না করে উপরন্তু সাংবাদিকরা কেন ভিডিও করলেন বলে প্রশ্ন করেন। কেন্দ্রে কোনো বিশৃঙ্খলার ভিডিও ধারণে নিষেধাজ্ঞা আছে কিনা এমন প্রশ্ন করলে তিনি সাংবাদিককে নিরাপদে দায়িত্ব পালনের পরামর্শ দেন।

​২২ বছর পর রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
  • ২৮ জানুয়ারি ২০২৬
চ্যাম্পিয়নস লিগের নকআউটে যেতে আজ কার কী সমীকরণ
  • ২৮ জানুয়ারি ২০২৬
মায়েদের জন্য বাস সার্ভিস, ডে কেয়ার ও বেবি কেয়ার চালু করা হব…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় নারীদের ওপর হামলা, ইউটিএলের নিন্দা 
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে দৃশ্যমান পরি…
  • ২৮ জানুয়ারি ২০২৬
সাংবাদিককে পাহাড়ে নিয়ে পেটানোর হুমকি দেওয়া নেতাকে ছাত্রদলের…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage