গাড়ির চাকায় পিষ্ট মেয়ে, বাবা হাসপাতালে

১০ জানুয়ারি ২০২০, ০৮:০৪ PM

দুর্ঘটনার পর আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: আশরাফুল ইসলাম
দুর্ঘটনার পর আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে

দুর্ঘটনার পর আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: আশরাফুল ইসলাম দুর্ঘটনার পর আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে © সংগৃহীত

রাজধানীতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় ওই শিশুর বাবা গুরুতর আহত হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল চারটায় এই দুর্ঘটনা ঘটে। শিশুটির লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত ওই শিশুর নাম ফারজানা (১০)। তাঁর বাবার নাম মিজানুর রহমান। তিনি গাজীপুরে জামেয়া রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তেজগাঁও থানার পাশে মোটরসাইকেলে করে ফারজানা এবং তার বাবা সড়কের ডানপাশ ঘেঁষে যাচ্ছিলেন। তাঁর ঠিক পেছনেই ছিল দেওয়ান পরিবহনের একটি বাস। মোটরসাইকেল চালক লেন পরিবর্তন করতে গেলে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তারা পড়ে যান। পরে গাড়ির পেছনের ডান পাশের চাকা শিশুটির মাথা পিষ্ট করে চলে যায়। আহত হলেও অল্পের জন্য গাড়ির চাকার নিচে পড়া থেকে বেঁচে গেছেন শিশুটির বাবা।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন জানান, দেওয়ান পরিবহনের ওই বাসটি বিশ্বরোড থেকে আজিমপুরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাড়িচালক বাস থামিয়ে তেজগাঁও থানায় গিয়ে হাজির হন। ওই চালকের নাম সোহেল রানা।

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬