সড়ক পরিবহন আইনের বাস্তবায়ন চান চলচ্চিত্র অভিনেতারা

২৫ নভেম্বর ২০১৯, ০২:০৮ PM

© টিডিসি ফটো

সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকরের পর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে অপমান করে নানা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং সড়ক পরিবহন আইন পূর্ণ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সামনে মানববন্ধন করে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮টি সংগঠন। সেখানে এ দাবি জানানো হয়।

কর্মসূচিতে সময় বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে নিজেদের দাবি তুলে ধরেন তারা। মূল ব্যানারে লেখা ছিল, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের সকল সংগঠনের পক্ষ থেকে চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক ইলিয়াস কাঞ্চনের প্রতি অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। এছাড়া ‘জনস্বার্থে জাতীয় সড়ক নিরাপত্তা আইনের পূর্ণ বাস্তবায়ন চাই’ লেখা ছিল।

১৯৯৩ সালের ২২ অক্টোবর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারাকে হারান কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আর কারো পরিবার যাতে এ ধরণের শোকে ডুবে না যায়, সেজন্য তিনি প্রতিষ্ঠা করেন ‘নিরাপদ সড়ক চাই’। ২৬ বছর ধরে সংগঠনটি নিয়ে কাজ করছেন তিনি।

মানববন্ধের অংশ নেয়, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি, নৃত্যশিল্পী সমিতি, চিত্রগ্রাহক সমিতি, ভাই ভাই সঞ্চয় গোষ্ঠী, সহকারী পরিচালক সমিতি, মেকআপম্যান সমিতি, লেখক সমিতিসহ সংশ্লিষ্ট ১৮ সংগঠন।

 

স্বতন্ত্র প্রার্থীর ২ সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ ধানের শী…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমীরের সাথে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ২৯ জানুয়ারি ২০২৬
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা বললেন পিএসসি চেয়ারম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়: ছাত্রী হলে অব্যবস্থাপনা, চরম দুর্ভোগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যেকোনো আগ্রাসনের শক্তিশালী জবাব দেবে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুইদিনে সোনার দাম বাড়ল ২৩ হাজারের বেশি, আজ ভরি কত?
  • ২৯ জানুয়ারি ২০২৬