ফিরতে রাজি হয়নি একজন রোহিঙ্গাও: কমিশনার আবুল কালাম

২২ আগস্ট ২০১৯, ০১:৪৭ PM

© ফাইল ফটো

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম জানিয়েছেন, আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফিরতে রাজি হয়নি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) টেকনাফের শালবাগান রোহিঙ্গা শিবিরে সাক্ষ্যৎকার দেয়া রোহিঙ্গাদের সঙ্গে আলোচনার পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মোহাম্মদ আবুল কালাম বলেন, মিয়ানমার ৩ হাজার ৫৪০ জন রোহিঙ্গার যে তালিকা পাঠিয়েছে সেসব রোহিঙ্গার সাক্ষ্যাৎকার নেয়া অব্যাহত থাকবে। রোহিঙ্গাদের সাড়া না পাওয়ায় প্রত্যাবাসনের দিনক্ষণ সঠিকভাবে বলা যাচ্ছে না।

তিনি বলেন, চারটা পর্যন্ত কার্যক্রম চলবে। প্রশাসন ও গাড়ি প্রস্তুত আছে। এই সময় তারা যদি স্বেচ্ছায় যেতে চায় তাহলে তাদের প্রত্যাবাসন করা হবে। আমরা জোর করে কাউকে পাঠাচ্ছি না। তবে আমরা প্রত্যাবাসনের জন্য সব সময় প্রস্তুত রয়েছি।

এসময় উপস্থিত ছিলেন, মিয়ানমার, চীন ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা।

৪৭ শতাংয়ের বেশি মানুষ মনে করেন তারেক রহমানই হচ্ছেন পরবর্তী …
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহর বাঁচাও বুড়িগঙ্গা বাঁচবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানাতে মানুষ মুখিয়ে আছে: ভ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহিলা কলেজের শিক্ষা সফরের বাসে ‘ওয়ান্স এগেইন শেখ হাসিনা-জয়…
  • ৩০ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে …
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যক্তিগত আঘাত না করার প্রত্যাশা মির্জা…
  • ৩০ জানুয়ারি ২০২৬