‘ফেরিঘাটে যানজট থাকলেও মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ আগস্ট ২০১৯, ০৪:২৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০১৯, ০৪:২৯ PM
ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফেরিঘাটে যানজট থাকলেও মহাসড়ক পরিস্থিতি এখনো স্বাভাবিক বলেও জানান তিনি।
শুক্রবার সকালে রাজধানীর গাবতলীতে বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ভারি বর্ষণ না হলে ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলেই আশা করছি। কারণ রাস্তায় কোনো সমস্যা নেই।
অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিআরটিসির কোনো কোনো কাউন্টারে অতিরিক্ত ভাড়ার অভিযোগ পেয়েছি। অতিরিক্ত ভাড়া আদায় করা হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।