ডেঙ্গু: রাজধানীতে একদিনে দুই ছাত্রীর মৃত্যু

দিপালী আক্তার ও শান্তা আক্তার
দিপালী আক্তার ও শান্তা আক্তার  © টিডিসি ফটো

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকায় একদিনে দুই কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে সোয়া ৩টার দিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দিপালী আক্তার (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়। একইদিন বিকালে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে মৃত্যু হয়েছে ইডেন মহিলা কলেজের ছাত্রী শান্তা আক্তারের (২০)। 

ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দীন বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে দিপালী গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালের এইচডিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

দিপালী ঢাকার দোহারে থাকতেন, ওই এলাকার একটি কলেজের স্নাতকের ছাত্রী তিনি। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়।

এদিকে, জাপান বাংলাদেশ হাসপাতালের মার্কেটিং ম্যানেজার শহীদুল আলম রিপন বলেন, পাঁচদিন ধরে শান্তা ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। শনিবার বেলা ১১টার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ডেঙ্গুর ‘শক সিনড্রোম’ ছিল। 

আরও পড়ুন: লাশের সারিতে এবার ইডেন ছাত্রী শান্তা

তিনি আরও জানান, শান্তার বাবা শামসুদ্দীন মিয়া ও ভাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শান্তাদের গ্রামের বাড়ি গাজীপুরের কাশিমপুরে। 

পরিবারের বরাতে রিপন জানান, নিহত শান্তা ইডেন মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মরদেহ হাসপাতালের প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। 


সর্বশেষ সংবাদ