মিঠা পানির মাছ উৎপাদনে প্রথম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১৮ জুলাই ২০১৯, ০৫:৪০ PM
মিঠা পানির মাছ উৎপাদনে প্রথম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

মিঠা পানির মাছ উৎপাদনে প্রথম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী © ফাইল ফটো

সমুদ্র সম্পদ অর্থনীতিতে কাজে লাগানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু উৎপাদন নয় মাছ রপ্তানির ক্ষেত্রেও তার মান নিশ্চিত করতে হবে। যথাযথ পদক্ষেপের মাধ্যমে মিঠা পানির মাছ উৎপাদনে আগামীতে বাংলাদেশই প্রথম হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। মৎস্য আহরণে গভীর সমুদ্রে কাজ করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার সকালে রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। মৎস্য খাতের উন্নয়নে বিশেষ অবদান রাখায় নৌবাহিনীসহ ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে মৎস্য পদক তুলে দেন সরকার প্রধান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য চাহিদা পূরণের পর এবার পুষ্টি চাহিদা নিশ্চিতে কাজ করছে সরকার। তাই, রপ্তানিকারকসহ ব্যবসায়ীদের মাছের মান নিশ্চিতের তাগিদও দেন তিনি। তিনি জানান, ৪৫ লাখ মেট্রিকটন মাছ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকার। মাছের উৎপাদন বাড়াতে গভীর সমুদ্রে কাজ করতে উদ্যোক্তাদের আহবান জানান তিনি।

অনুষ্ঠান শেষে কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাতীয় মৎস্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় বেশকিছু স্টল পরিদর্শন করেন তিনি। পরে গণভবনের পুকুরেও মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা ছাড়েন সরকার প্রধান শেখ হাসিনা।

ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি,  ববির আছে …
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের বদলে আড়াই কোটি টাকার অদম্য কাপ টুর্নামেন্টের ঘোষ…
  • ৩১ জানুয়ারি ২০২৬