আজই নামতে পারে বৃষ্টি: আবহাওয়া অধিদপ্তর
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ মে ২০১৯, ০৮:৩৫ PM , আপডেট: ১৪ মে ২০১৯, ১১:৪৬ AM
তীব্র গরমে রাজধানীসহ সারাদেশের মানুষ নাকাল প্রায়। এরমধ্যে রাজধানী ঢাকায় তো রয়েছে অতিরিক্ত যানজটের ভোগান্তি। প্রচন্ড রোদে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষদেরও। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে আজই নামতে পারে প্রশান্তির বৃষ্টি।
এ গরমের সবচেয়ে বেশি ভুক্তভোগী গ্রাম বাঙলার খেটে খাওয়া মানুষ গুলো। অতিরিক্ত তাপদাহে তাদের স্বাভাবিক জীবনেও ভয়াবতা নেমে এসেছে।
তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার বিকেল কিংবা সন্ধ্যা নাগাদ কিংবা রাতের দিকে হলেও রাজধানীসহ সারা দেশে গরমের উত্তাপ কমতে পারে। সারাদেশে শিলা বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার পূর্বাভাসের কথা বলছে আবহাওয়া অফিস। এতে গরমের তীব্রতা কিছুটা কমবে।
এ বিষয়ে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, আজ সন্ধ্যার পর থেকেই ঠাণ্ডা পড়া শুরু করবে। এছাড়া ঝড়ো হাওয়া ও বৃষ্টিরও সম্ভাবনা আছে।
এছাড়া, জ্যৈষ্ঠের তাপদাহ দুই তিন দিনের জন্য কমলেও ১৬ তারিখ থেকে আবারো শুরু হতে পারে। যা পুরো রমজান জুড়েই বিরাজ করতে পারে বলে জানান এ আবহাওয়াবিদ।